(অনুজ কবি তাপসী দত্ত'কে)

গভীর আকুতি ভরা আহ্বান সময়ের প্রতি,
নিপুণ শব্দালঙ্কারে সুখপাঠ্য এক কাব্যশৈলী।
তাপসী দত্ত, দেখিনি তাকে, কলমে পরিচয়;
এইতো সেদিন মিলন মেলা 'মনের জানালায়'।


যার কলম অত্যন্ত সাবলীলতায় এগিয়ে যায়
পাঠকের হৃদয়ের কাছে শব্দের পসরা নিয়ে।
চিত্তাকর্ষক বর্ণনায় শব্দে শব্দে মায়াবী মুগ্ধতা,
যেন নিঃশ্বাসে ঘুরে ফিরি টেকনাফ-তেঁতুলিয়া।


সময় ফিরে আসে না জেনেও হৃদয়ের সবটুকু
আকুতির পেয়ালা উপুড় করে এই যে উচ্চারণ,
'ফিরে এসো সুসময়' এ যেন প্রতিটি পাঠকেরই
মনের বাসনা, মমতাময়ী কবির সুনির্মিত চয়নে।


মন ও মনন, চিন্তা ও চেতনা ব্যক্তিগত গন্ডি পেরিয়ে-
সার্বজনীন হয়ে উঠলেই এমন হৃদয়গ্রাহী সাহিত্য হয়।
-------------------- ------------------
২২শে নভেম্ববর ২০২০, ৭ই অগ্রহায়ণ ১৪২৭, ৫ই রবিউস সানি ১৪৪২, রবিবার, বিকালঃ০৪ঃ১১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.