জানি ততটা সুন্দরী নও,
তবু অনুমান নির্ভর অহঙ্কারে মাটিতে পা-ই পড়ে না।
আর দেখ মাটির মানুষ,
সব হারিয়েও মাটিতেই পা ফেলে চলে অসীম পানে।
এসব ছলাকলায় পতিতারা,
অনেক বেশী সিদ্ধহস্ত; চৌষট্টি কলায় নিখুঁত পারঙ্গমা।


হাট-বাজার, পথ-ঘাট, অলি-গলি,
সব চিনে, জানে কোথায় কেমন সাজগোজ আবশ্যক।
নিতান্ত দুধের শিশুইতো মনে হয়,
তবু কী দম্ভ! নয়াল ডিম পাড়া মুরগী বেশী ক-ক করে।
রূপ আর কে চায় আজকাল বল!
সবইতো মেকী! শরীরই আসল কথা, বাণিজ্যের পসরা।


'শুন্য কলস বাজে বেশী', 'মাকাল ফল দেখতে খুব সুশ্রী'
তাও নও, তবু ঠাটবাটে বাজার কাঁপাও নিলাজ কুলটা।
----------------- --------------------
২২শে সেপ্টেম্বর ২০২০, ৭ই আশ্বিন ১৪২৭, ৩রা সফর ১৪৪২, মঙ্গলবার, সকালঃ০১ঃ৫৩ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.