আজ এই যে বন্ধুটি ফেসবুকের আশীর্বাদে পেলাম,
হিসেব করে দেখা গেল, ১১৩ বছর ৮ মাস ৬ দিন
বয়সী একটি স্বঘোষিত ভুত! দেশ বিভাজনের সব
নাটের গুরুদের ঘাড় মটকাতে পুনর্জন্মে আবির্ভুতা।

'ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না'
এমন অভয় বানী শুনেও বুকের ধুক পুক থামে না।
আবৃত্তি ও নাট্যাঙ্গনে বসবাস শুনেও বিষ্ময় কাটেনি,
যে জামানায় মানুষকে বিশ্বাস নেই; সেখানে ভুতকে!

সন্ধ্যের আলাপচারিতায় বলতেই হলো লক্ষ্মী ভুত,
পাগল আর পাগলামো ছাড়া যে কিছু সৃষ্টি হয় না-
জ্ঞানের এই প্রখর উর্বরতা মুগ্ধতায় ভরে দিল মন,
এমন পাগলী যদি হয় গলার হার, তাতেও নেই হার।

দুপুরের ভুত রাতে হয়ে গেল চিকিৎসা বিদ্যার কর্ণধার,
বড় বড় পাগলগুলো নাকি রাতজাগা এনিমিয়ার রোগী!
------------------ ------------------ ---
০৯/১০/২০১৮, মঙ্গলবার সকালঃ০১ঃ৩৩  মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.