কত যে প্রেম দিলে বুক ভরা শ্বাস প্রশ্বাস,
কোথায় লুকিয়ে রাখি বলো নিজের বিশ্বাস!
উড়ে এসে লাগছে গায়ে রাঙ্গা সিঁদুর গুড়ো,
তার বুকের ভীরু কাঁপন হচ্ছে বুকে জড়ো।

পাড়ার মোড়ে দাঁড়িয়ে থেকে সন্ধ্যে বেলা দেখা,
বছর খানেক পরে বুঝি এ ভাগ্যের লেখা।
কুচির ভাঁজে গুঁজে থাকে মন দাপানো ইচ্ছে,
আঁচল ওড়া হাসিমুখ চোখে শুধু ভাসছে।

কিযে কথা তার সাথে কিসের এতো কল্পনা!
এত ভেবেও মন থেকে চিন্তাগুলো যায় না।
একা একা কেমন করে কিবা তাকে বলব,
কোন ফাঁকে বা হাতটি একটু চেপে ধরব!

লাল শাড়ী না নীল শাড়ী, কি পরে যে আসবে,
কি জানি সে কাছে এসে কোন কথাটি বলবে!
-------------- -------------- --------------
১৫/০৩/২০১৯, শুক্রবার, সকালঃ০০ঃ৪১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.