আমাদের গাঁও-গ্রামে সন্ধ্যে হলে নোমোপাড়া ঘরে ঘরে,
শোনা যায় উলুধ্বনি মা-বোনের মধুকন্ঠে, তারপরে-
ধুপ - ধোঁয়া তুলসী তলায়; ঝিঁঝিঁদের ডাকাডাকি আর
পাখীদের কিচিরমিচির আকাশে সূর্যলালিমা ভার।


বাঁশের মাথায় ভরা পূর্ণিমার চাঁদ; কুলকুল নদী
বয়ে যায়, জোছনা ধোয়া জলের ধারা ছুটে নিরবধি।
রাতজাগা সুখসারি বেদনায় কাঁতরায় জামডালে
'দুখী'র' গলায় দড়ি লাশ ঝুলেছিল বড়ই অকালে।


এখনো দুধের গরম সরে পোড়ায় কিশোরীর হাত,
জেলে-বৌ মাছ কোটে ঢেঁকি ছাঁটা লাল চালে গরম ভাত
লালশাক পুঁইশাক পুঁটিমাছ পিয়াজ মরিচে ভাঁজা
বৈশাখী মেলার মাঠে গুড়ের জিলিপি আর খাজাগজা।


আজও মনের মধ্যে স্মৃতির মলাটে স্বযত্নে লালিত,
সেইসব স্মৃতিগাঁথা সুখ-দুঃখ-ব্যথা হয় না অতীত।
-------------- -------------- --------------
২৪/০২/২০২০, সোমবার, সন্ধ্যাঃ০৬ঃ৪৫ মিনিট,  (+৬),
চারুলিপি প্রকাশন,  ২৮ নং প্যাভিলিয়ন, একুশে বইমেলা ২০২০, সহোরাওয়ার্দী উদ্যান, টি এস সি গেট
Unauthorized use or reproduction for any reason is prohibited.