আচ্ছা, না হয় দিও সেই পরিত্যক্ত শুকনো নদীটাই,
অথবা গভীর সমুদ্র, যেখানে কেউ সাঁতার কাটেনি।
সবুজ ঘাস আজও গজায়নি যার বালুময় সৈকতে,
বসেনি কোন দূরন্ত বাজপাখি মারেনি ছোঁ কোনদিন।


মন্বন্তরের এই ক্রান্তিকালে নিঃসঙ্গতা বড় বেশী পোড়ায়,
নিদেনপক্ষে সকাল বিকেল একটু হাঁটাহাঁটি করা যাবে!
----------------------- -----------------
১৪ই অক্টোবর ২০২০, ২৯শে আশ্বিন ১৪২৭, ২৫শে ১৪৪২, বুধবার, সন্ধ্যাঃ০৭ঃ২০ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.