গভীর রাতের পেটে জলের জোঁয়ার
কেমন স্রোতের টানে ভাসায় জীবন,
আহারে যৌবন দেহে দোলন ভীষন
আঁধার গোপন চিরে বিষাক্ত সাঁতার।

অদূরে জানালা খোলা লোচন যাহার
প্রাণের প্রতীক্ষা যেন অনন্ত গহন
অশ্রুতে ভিজেছে বুক লাজের বসন
অধীর অপেক্ষা তবু ত্যাজিয়া আহার।

এমন প্রীতির কথা শুনেছে ক’জন
সকল ছেড়েছে শুধু প্রিয়’র লাগিয়া
গেঁথেছে গোলাপ মালা রাত্রিরে জাগিয়া
জেনেও অন্তরে ফাঁকি দিয়েছে স্বজন।

তবুও অবলা মন কেঁদেছে বিফলে
আসেনি মনের বনে ভ্রমর সকলে।
-------- --------- --------- ---------
০৮/০৪/২০১৯, সোমবার, সকালঃ০০ঃ৩৯ মিনিট, (+৬)
Unauthorised use or reproduction for any reason is prohibited.