মরে গেলে জানা-অজানা,
চেনা-অচেনা, কতো জনে কতো রকমের কথা বলে,
বেঁচে থাকতে আপন-পর,
অনেকেই দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়।

এই সহমর্মিতাটুকু যদি মানুষ জীব্দদশায় কাউকে দেখায়,
হলফ করে বলতে পারি আত্মহননের পথে কেউ যাবই না।

বেঁচে থাকার সাধ হয় না
এমন কোন প্রাণী নেই এই সবুজে শ্যামলে ঘেরা জগৎ -সংসারে
স্বপ্ন ও সাফল্যের অমিল
মানুষঅকে হতাশ করে,  ডুবিয়ে দেয় হতাশার অতল গহ্বরে।

তাইতো প্রচন্ডরকম অভিমান বুকে নিয়ে সরে যায় তারা,
সরে যায় অসহনীয় তীবেভাহাকারের যন্ত্রনায় দগ্ধ হয়ে।
অথচ সবারই ইচ্ছে হয়েই পৃথিবীর অতুল রূপ-রস-গন্ধে,
নিজেকে জীবনের পরিপূর্ণ স্বাদ আহ্লাদে নিমজ্জিত রাখতে।
------------------  ---------- ---------------
১৫/১১/২০১৮, বৃহস্পতিবার , সকালঃ১১ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.