অদ দি ও পাড়ায় গেলি কইস দিকিনি,
কদ্দিন যাওয়া হয় না, একলা যাতি মন চায় না-
একবার যাবানি তোর সাথে ঘুইরা আসপানি।


নূর  একবার নিয়া গেছিল বুড়ী মা'র ভিটায়,
গরমের দিন, বটগাছ তলায় কি ঠান্ডা বাতাস!
হুগলা বিছই শুইয়া ছিলাম মেলাক্ষন; কত গল্প!


খোকন দা'র বাড়ী নেমন্তন্ন দেছিল যাতি পারি নাই।
দেবেন আর রাধানাথ মাঝির ঘরে পুজার নাড়ু, সন্দেশ
আজও  ভুলতি পারি না; সোনা-মোনার বাড়ী কেত্তন।


কুমলা'র কথা মনে আছে তোর?  মাঝির ঘরে কি মাইয়ে!
একবার কেউ দেখলি চোখ ফিরাতি পারত না।
কইস কিন্তুক; তোর জন্যি কলাম বইসে থাকপানি।


এহন আর আগের দিন নাই মাইনষির দয়ামায়া উইঠে গেছে,
পোলাপান কথা গ্রাহ্যি অরে না ভাবতি গেলি কিচ্ছুই ভাল্লাগেনা।
-------------- -------------- --------------
২৮/০১/২০২০, মঙ্গলবার, বিকালঃ০২ঃ৫১ মিনিট, (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.


জ্ঞাতব্যঃ একেবারেই আঞ্চলিক ভাষায় লেখা।