দোকানপাট খুললো; ঢাকা কলেজের গেটও খুলে গেল।
ঘুম ভাঙ্গলো না ‘নাহিদ’ আর ‘মোরসালিন’র,
চোখের জল শুকাচ্ছে না বুক ভাঙ্গা ‘ডালিয়া’ আর ‘অনি’র!
স্বপ্নভাঙ্গা কান্না থামছে না ‘লামহা’ এবং ‘আমির হামজা’র!


শিশুরা বুঝে না বাবা আর ফিরবে না, ডাকবে না, কোলে নিবে না-
আকাশী রঙ কাপড় কিনে না দিয়েই ‘লামহা’র বাবা ‘মোরসালিন’
নিজেই আকাশের তারা হয়ে চলে গেল নীল আকাশে, মেঘের ওপারে
ছয়মাসের স্ত্রী’কে রেখে নাহিদ ঘুমাছ্ছে চাঁদের গাঁয়ে না ফেরাদের পড়শী হয়ে।


বাতাস বইছে, চাঁদ-সুর্য উঠছে, কেনা-কাটা-বিক্রি চলছে নিউ মার্কেটে,
‘নাহিদ’ আর আসে না, আসে না ‘মোরসালিন’ আর আসবে না কোনদিন!
কেউ কি ভাবছে তাদের কথা! মনে রাখবে কেউ? কতোদিন!
বিশ্বসংসার মায়ার বাঁধন; মায়া কেটে গেলে থাকে শুধু ছায়াটুকু স্মৃতি হয়ে।


জীবন এমন, শ্বাস ফুরালে নিঃশ্বেষ সব সাধ-আহ্লাদ,- বিশ্বাস;
তাজাস্বপ্ন বুকে নিয়ে চলে যেতে হয়; থাকে না ফিরবাব আশ্বাস!
------------ ০ -----------
২২ এপ্রিল ২০২২. ৯ বৈশাখ ১৪২৯, ২০ রমাদান ১৪৪৩, শুক্রবার, , বিকাল: ০২:২২, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)