ভালবাসি শব্দটা এখন বিধবার আটপৌরে সাদা থান,
বকপালক খসে পড়ে দুধশাড়ীর আঁচল উড়লে বাতাসে।
নির্বাক চেয়ে চেয়ে দেখি ছোট্ট বুকে বিশাল দুঃখের চর,
ইচ্ছে করে কুঁড়ে বাঁধি, সমাজ শাসায় কটাক্ষ দৃষ্টিতে।


ভালবাসাহীন প্রান শেওলায় ঘেরা পদ্মপাতায় জলমায়াখেলা।
মাকড়সা হাঁটে দীঘির বুকে মশক ডিম দেয বদ্ধ জলাশয়ে।
বুকের গহীনে যে ব্যথা জমে আছে ওতে আর বয় না স্রোত।
কখনও মালতী ভোরের জানালায় উঁকি দিয়ে হাসিমুখ দেখায়।


বিনিদ্র ঘুমকাতর চোখদুটো ভোরের বাতাসেও হয় না শীতল,
চেয়ে চেয়ে দেখি লালবর্ণ আবির ছড়ায় পাখীডাকা প্রভাতী রবি।
ভালবাসার গোপন গলিতে ও আলো পৌঁছায় না কোনকালে,
অন্ধবিশ্বাসে খোদাভক্তি আর অধিকতর অন্ধবিশ্বাসেই প্রেম।


একবার পড়ে গেলে কাঁচপাত্র ভেঙ্গে যায় জোড়া আর লাগে না,
ভালবাসায় অবিশ্বাসী ঘুন ধরলে মানুষতো জীবন্মৃত বেঁচে থাকে।
=================  ==============
১৮ নভেম্বর ২০১৬,শুক্রবার, সকাল: ০৬:৪৩ মিনিট (+৩)
(স্বত্ত সংরক্ষিত)