হারালে হারাব তবুও গাঁথব মালা,
পরালে গলায় জুড়াবে মনের জ্বালা।
হাসির জোয়ারে ভাসাব জীবন তরী,
সুখের দুঃখের সওদা লইব ভরি।


পাড়ার পড়শী পরাণে বাঁধেই যদি,
প্লাবনে ভাসবে শুকনো ভরাট নদী।
চোখের পাতায় কাজল আঁকিয়া আসি
গোপনে বলবে ভীষণ ভালোই বাসি।


তারে যে কেমনে ভুলব বলতো মন,
বুকের পাঁজরে সেতার বাজায় ক্ষণ।
কাঁদলে তৃতীয়া হাসলে পূর্ণিমা রূপ
ভুললে  প্রিয়ারে সমুখে আঁধার কুপ!


বুকের ভিতরে ডুমুর পাতায় ঘর,
ভুলতে পারি না, পারি না করতে পর!
------------------- -----------------
২০শে অক্টোবর ২০২০, ৪ঠা কার্ত্তিক ১৪২৭, ২রা রবিউল আউয়াল ১৪৪২, মঙ্গলবার, রাতঃ১০ঃ২১ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.