গ্রীষ্মের প্রথম প্রহর এলো বৈশাখ,
তাপিত তৃষিত পৃথিবী চায় দু’ফোটা
বৃষ্টি; চৈত্রের দাবদাহে পুড়ে তামাটে
হয়ে গেছে ধরনীর বুক; বৃষ্টি হোক।


আঙ্গিনা জুড়ে খা-খা আগুনে পোড়া রোদ,
চাতক ডানায় পড়ুক বৈশাখী ফোটা
গাছ-তরু-লতা-পাতা তৃষ্ণায় শুকিয়ে
আছে; বুক পেতে আছে জলের আশায়।


বসন্ত বিদায় নিলো ফুলেরা হাসছে,
কোরকে সুবাস নিয়ে বাতাসে বিলাচ্ছে
আসুক বৃষ্টি, হোক সতেজ ফুরফুরে,
আহা বৃষ্টি কতোদিন ছোঁয়নি মাটিকে।


শুকনো বুকে আসুক মিষ্টি দুগ্ধধারা,
জেগে উঠুক তাপিত শুস্ক বসুন্ধরা।
------------ ০ -----------
১৪ এপ্রিল ২০২২, ১ বৈশাখ ১৪২৯, ১২ রমাদান ১৪৪৩. বৃহস্পতিবার, সকাল: :০০;৫৪, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)