খুব সখ তা বলবো না, তবে ইচ্ছা হয় মাঝে মাঝে
পাপড়িগুলো খুলে দিয়ে
নাক ডুবিয়ে ঘ্রান নেই
শিশির ভেজা কুঁড়ি থেকে ফূল হওয়া ডালিয়াটির।


প্রথম যেদিন মুখটি দেখি, কাউকে বলেছিলাম কে রে?
এমন মায়াবী মুখ কার?
মানবী না কি চন্দ্রাবতী!
উত্তরে শুনেছিলাম; খোজ নিয়ে দেখো আমি কেন বলব!


খোজ আর হয়নি নেওয়া; তবু্ এখন রোজ কথা হয়,
অবাক বিস্ময়ে শুনি,
জানি সে অভিমানি-
মনের গহীনে আছে পোষা এক ভালবাসা; জীবন নাম।


বুকের মধ্যে কান্না গুঁজে সুখের প্রস্রবন তার ভেজায় অন্তর,
বিনয়ী যতো সে তারও বেশী বুদ্ধিমতী বিলক্ষন বাস্তববাদী।
============== ============
১৯ ফেব্রুয়ারী ২০১৬, শুক্রবার, বিকাল: ০৪:৩৬ মিনিট, (+৩)