রাত পোহালেই ফেব্রুয়ারী’র একুশ
বাপজানের ফোন, হ্যালো ড্যাডি হাউ আর য়্যু, হাউ ইজ মম?
পাঞ্জাবির বুক ছিদ্র করে সেফটিপিনে এক টুকরো কালো কাপড়
খালি পায়ে শিশির ভেজা ঘাস মাড়িয়ে প্রভাত ফেরীর সারিতে।


ছেলে মেয়ে দুইজনই য়্যুরোপের নাগরিক,
এদেশের পড়াশনা নিয়ে সন্তুষ্ট নয় তাই বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা
গর্ব করে বুক উঁচু করে বলি ওরা বাংলা বলতে জানে না, শিখে নি।
আমি ভাষা আন্দোলনের সেই বীর সেনানী আজও সংগঠনে স্মরণীয়।


ভাইবোনের ছেলেপুলে কেজি ইস্কুলে পড়ে,
কি সুন্দর ইংরেজীতে কথা বলে ঘরে, বাইরে, আড্ডায়, অনুষ্ঠানে,
লোকমুখে কত তারীফ! কত নামডাক! ফেব্রুয়ারী এলেই কেবল
সেজেগুজে গোমড়ামুখে বলতে হয় ছেলেটা বাংলা বলতে জানে না।


অতিভদ্র আর অতিভক্ত কোনটাই অতি ভাল নয় কারন ওর আঁড়ালে
এত বিভৎস রুপ থাকে যা দেখলে আঁৎকে উঠতে হয় পুরো জাতিশুদ্ধ।
=========== ======================
২০ ফেব্রুয়ারী ২০১৬, শনিবার, রাত: ০৯:৪৮ মিনিট, (+৩)