উকিল,- আসবো একদিন
দেখো ঠিক সুর্য্যটা লাল ডগডগ করে উঠতেই-
কড়া নাড়বো তোমার দপ্তরে;
কথা হবে, হাসিঠাট্টা অনেক অনেক পুরাতন স্মৃতি
মনের মুকুলে চুমু খাবে, উঁকি দেবে কৌতহলকুঁড়ি।


এক কাপ চা যদি দাও,
না, করবো না, তবে দোকানের চা নয় মনে রেখ,
উকিল যদি বানিয়ে দেয় নিজহাতে-
দুধচিনি ছাড়া শুধু এক কাপ কালো চা কিম্বা সবুজ,
বিস্কুট খাবো না যদি পাই ঘরে বানান কোন পিঠা।


দেখ, আসবোই পথ ভুলে
হলেও। তোমার দুয়ারে সেদিন ঠিক ফেলে যাবে ভালবাসা
পালক; স্বজ্ঞানে সুকুমার চিন্তা ও চেতনার মাধুরী মোড়কে।
তুলে নিয়ে গোপনে খুলে দেখ; চিনতে পারবে তো উকিল!
================== ==========
২৫ ফেব্রুয়ারী ২০১৫, বৃহস্পতিবার