কিছু কথা বলা হয়েও হয় না,
ছি: বুড়ী ছাচ্চা দৌঁড়ে কোনদিন ছুঁতে পারি নি,
কী ভীষন প্যাঁচ কেটে পালাতে বেণী দুলিয়ে!
কিত্‌ কিত্‌ খেলায় চেয়ে চেয়ে দেখেছি শুধু।


দড়ি লাফাতে লাফাতে যখন,
আড়চোখে তাকাতে কেউ বুঝত না ঠিক কোথায়
স্পর্শ দিয়ে যেত সেই দৃষ্টিধনুকবান! অনুভবে কত
কাছে টেনে নিতাম! তুমিও লবঙ্গলতিকা সমর্পিতা।


লুডু খেলতে হাসতে হাসতে
গায়ে যখন গড়িয়ে পড়তে, কোনদিন ভেবে দেখেছ
কতটা জোয়ার বয়ে যেত বুকের নদীতে। কুলভাঙ্গা
ঢেউ আছড়ে পড়ত কুলে আর ফুলে উড়ত প্রজাপতি।


এমন করেই বুঝেও না বুঝার ছলনায় কাটালে সময়,
একবার এসো, আলতাছাপ দিয়ে যাও শূন্য আঙ্গিনায়।
========== ==========
০৩ মার্চ ২০১৬, বৃহস্পতিবার