এমনি করে যায় সময় গো যায় চলে সব সখী,
খেলা যখন হবে শুরু তখন মেঘের গুরুগর্জন
ভয় পেয়ে সই মুখ লুকাও আর হেসে কুটি কুটি
বুঝতে চাও না কোন বিরহে কাঁদে হৃদয় মন।


থাকবে না সে জেনেও কেন ডাকি যে বারবার,
বুঝি না তা নিজেই ওগো কেন করি এমন ভুল,
ভালবাসা বুঝে না যে ডাকি তাকে বাসতে ভাল
অবিশ্বাসের সুতোয় গাঁথি এ কোমল মনমুকুল।


এ জনমে সময় বুঝি আর হবে না কোনদিন
শূণ্য বুকে ফুটবে না আর ভোরের শেফালী,
পথ চেয়ে রইব তবু শুনতে ফাল্গুনের গান
হঠাৎ কভু নড়লে কড়া খুলবে দুয়ার মালি।


মনের কাছে খুব গোপনে প্রশ্ন করো একটিবার,
একটুও কি হয়নি মনে নির্জনে কোন কথা তার।
========== ==========
১৬ মার্চ ২০১৬, বুধবার, সকাল: ০৮:২৪ মিনিট, (+৩)