থাক না উহ: আহ: দু:খ প্রকাশ
কষ্ট যদি হয় চাই না,
চাঁদের বয়স তিন দিন হলে আর
মাঠে যেতে হয় না।


বিলের কৈ বৈশাখী বৃষ্টিতে দেখ
কানে হেঁটে উঠোনে আসে,
গভীর নদীর রাঘব বোয়াল জানি
জোঁয়ারে ধানক্ষেতে ভাসে।


ইনিয়ে বিনিয়ে যা বলতে চাও ও
অনেকের জানা কথা,
দোষত্রুটি খুঁজি নি বলে অজানা
নিজেরই ওইটুকু ব্যাথা।


গোপন কথাগুলো সহজে কেউ বলে না,
ফাঁস হয়ে গেলে মুখ দেখান যায় না।
======== ==========
১৭ মার্চ ২০১৬, বৃহস্পতিবার