(বাংলাদেশ থেকে কিমা পুরী খাওয়ার আহ্বানে লেখা এটুকু)


পাগলী; পোষায় না রে!
এমনিতেই ২৫ শে মার্চ কালো রাতের নিকষ কষ্ট,
তার উপরে স্বজন হারা ব্যাথায় এখন বক্ষ বিদীর্ণ!
কিমা পুরী; খাবো না রে।


টিকিট করো, লাগেজ বাঁধো, ঝামেলা!
হাওয়াই জাহাজ উড়িয়ে নেবে মরু সাগর সব ছাড়িয়ে,
প্রতারিনীর নি:শ্বাসে বাতাস ভারী; ওখানে যাবো না রে!
হিজল তমাল সবুজ শ্যামলিমায়।


ধানের ক্ষেতে ইদুর কাটে দুধশিস!
গোখরা নাচে ফণা তুলে ধরবে বলে; পাপড়িমেলা হাসনু হেনায়-
বিষ ঢেলে দেয়; প্রেম না দিলে বুকে ছুরি, নিরাপত্তা ব্যাঙের সর্দি!
পাগলী; পোষায় না রে!


পুরি ভাঁজার তেলটুকুতে লজ্জা-শরম মালিশ করে মাঘ সকালে স্নান সেরে,
দাঁতাল শুয়োর হাসছে ওই মাঝরাতের আঁধার ছিঁড়ে হাতের মুঠোয় ঈশ্বর!
=========== ==============
২৫ মার্চ ২০১৬, শুক্রবার, বিকাল ০৫:০২ মিনিট, (+৩)


(যার নিমন্ত্রনে আমার এ লেখাটুকু তার কাছে বিনম্র কৃতজ্ঞতা)