(কাউকে ফাঁকি দেওয়া মানে পক্ষান্তরে নিজেই ফাঁকিতে পড়া)


ছিণালীপণার ছাপ গায়ে,- চোখে-মুখে, আচার-আচরণে
তবু সতীপণার কত বাহানা, ইনিয়ে-বিনিয়ে ফাঁদ পাতা!
আদিখ্যেতা আর কি! জানে তো সবাই সন্ধ্যে নামতেই
নিলামের দর কষাকষি। আদা-লেবুর চা; গলা খুশখুশি।


কনডমের মূল্যবৃদ্ধি,- সব উলট-পালট সময়জ্ঞান ভুলে
বেমালুম সুকঠিন সুরক্ষার কাটা তার ডিঙ্গিয়ে ধোয়া
ওড়া গরম ভাত! গর্ভের বয়স বাড়ে।ডাক্তার জবাব
দিলে জামডালে মোটারশি। পানসুপারি দাগ মুছে যায়।


প্রেমিক ভুলে গেলে আধুনিক মমতায় তাকে অনুভব,
অথচ মনেই পড়ে না প্রতারণার শিকড়গুলো বেড়েছে
মাত্রাতিরিক্ত। বিস্তার এত বেশী যে ছেটে ফেলা দুস্কর।
ফিরে পাওয়া যায় না প্রথম চুম্বনস্বাদ ঠোঁটের সাঁতারে।


ভাণ-ভণিতায় শুধু সতীপণার অভিনয়, অন্ধকার গেলে
ওই চোখ বলে দেয় হিংস্র প্রতারণার ফাঁদ রহস্য গহ্বরে।
============  ===============
০৪ এপ্রিল ২০১৬, সোমবার