রোদে যখন পথে হাঁটবে,
তোমার ছায়াটাই হবো আমি, ভুলবে?
কেমনে! কি করে সম্ভব!!
কপালে চুমুটিপ প্রতিরাতেই দিয়ে আসি।


ঘামনুনে ঠোঁট ভিজে,
মোড় দিয়ে পাশ ফিরে শুয়ে থাকো-
চোখ মেল না কখনও।
নিশ্চুপ, নির্বাক, নিস্পলক চেয়ে দেখি।


সারা মুখ জুড়ে যেন
চাঁদের আলো ঠিকরে পড়ে অন্ধকারে।
সেখানে যে ছায়াছায়া,
ওই তো আমি; চিনতে পারো নি বুঝি!


পথের সাথী পথে ফেলে গেলে পথহারা,
মন বদলায় না, তাই কষ্টটা ঝনঝন।
==========  ===========
০৯ এপ্রিল ২০১৬, শনিবার