দূর থেকে যারে দেখে মনে হয় আপনার চেয়ে আপন,
তার কাছে কেন হৃদয়ের কথা কৌশলে কর গোপন!
মনের দূয়ার খুলে দাও সজনী রেখনা আড়াল আজ,
জানতে, জানাতে অন্তরের কথা করনা কোন লাজ।


মিথ্যে দিয়ে শুরু হয় যার শেষ তার হয় বড় সকরুন
হাতের নাগালেই সব থাকে তবু পায় না কিছুই জীবন।
অন্যকে তুমি ঠকাতে গেলে নিজেই ঠগবে সবার আগে,
চোখের জলে ভাসাবে বুক মুছাবে না কেউ অনুরাগে।


যে কথা লুকাবে মনের গহনে তিলে তিলে পুড়াবে ঠিক,
সইতে না পারার নিদারুন ব্যথাতে হারাবে সকল দিক।
প্রতিদিন শুধু ভয়ে ভয়ে রবে যদি কেহ সত্যি জেনে যায়,
কি হবে তখন! সম্মান বাঁচাতে থাকবে না আর উপায়।


হৃদয় নহরে যে মধু প্রবাহে তৃষ্ণায় তারে দাও অকাতরে,
যেজন বড় অসহায় পথিক ছায়ার খোজে তোমার দুয়ারে।
============== ===========
১৭ এপ্রিল ২০১৬, রবিবার