জানি, ও বুঝাতে হবে না, সিঁড়িগুলো মাড়িয়ে তবে এতটা পথ
ক্ষুধাতৃষ্ণা ছাড়াই এ যাত্রা সম্ভব হয় নি; হয়তো তোমার মতো
অতটা স্বচ্ছলতা ছিল না।জন্মগতপ্রাপ্ত সম্পদে বিত্তবতী বণিতা!
হ্যাঁ, দ্বিধাহীনভাবেই বলা যায় ঋতুবতী ফুলফলে হৃষ্টপুষ্ট দেহ।


চীৎকারের ও একটা ভাষা আছে ওতে বুঝা যায় সত্যমিথ্যা
‘চোরের মায়ের বড় গলা’,- কথাটা খুব মিথ্যে বলা যায় না,
আজকাল নিজের চারিত্রিক দূর্বলতা ঢেকে রাখতে কমবেশী
সবাই একরকম মিথ্যের আশ্রয় নেয়; ধরা পড়লেই স্বীকার।


‘অতিসাধু চোরের লক্ষন’ কথাটা যিনি বলেছিলেন নির্ঘাৎ
খুব নামকরা ছিলেন চৌর্য্যবৃ্ত্তিতে, হয়ত প্রকাশ পায়নি।
প্রমান খুজতে যাবো না অতসব; সব অপকর্ম যার জানা
কেবল তার পক্ষেই সম্ভব সাধুত্বের ভাণ ভনিতায় থাকা।


ভালবাসার নামে শারিরীক সম্পর্কের পাঠ চুকিয়ে এসে,
সতীত্বের বড়াই মানায় না দিনরাত লাস্যতায় ডুবুরীর।
================ ===========
১৮ এপ্রিল ২০১৬, সোমবার