না, দেখতে হয় তবে প্রকাশ করতে হয় না সব; কাটার আঘাতে
রক্ত ঝরিয়ে যে গোলাপ হাতে পাওয়া যায়, অনায়াসে হাতে আসা
গোলাপের সাথে তার অনেক পার্থক্য।
ভালবাসা বাতাসে আসে না হৃদয় খুঁড়ে খুঁড়ে তবেই তা নিতে হয়।


যে কোন কবিতাই শুধু কবিতা নয়, ব্যক্তিস্বাধীনাতে শ্রদ্ধা আজন্ম,
মাঝে মধ্যে দুশ্চিন্তার শুঁয়োপোকা বুকের তার কাটে গভীর যন্ত্রনায়
কারো কাছে নিজেকে খুলে দিলে,
সে যদি রোদে মেলে ধরে! কী আর থাকবে তাহলে বাকি বলতো!


না, পরকীয়া শুধু বিপরীত লিঙ্গের সাথে লুকিয়ে শুয়ে আসা নয়
ঘর থেকে মন যখন বাইরে টানে, তাকেই পরকীয়া বলি স্পষ্টত
পরের কারনে নিজের নাক কেটে যাত্রাভঙ্গ,
সে শুধু প্রতারক-প্রতারিণী করতে পারে; নির্ভাবনায় স্বপ্নহত্যা।


বলার কিছু থাকলে তা বলেই দেওয়াই ভাল; মন ভারি করলে বিপদ,
বয়ে চলা বড়ই দু:সাধ্য হয়ে পড়ে কখনও; নতুবা নীরবতা শ্রেয়তর।
========== =============
২৪ এপ্রিল ২০১৬, রবিবার