কিছু কথা ছিল জমা, বুকের তলদেশে।ওখানে ডুবুরী পৌঁছাতে পারে না,
মাঝে মধ্যে চিতল বোয়ালের মতো খলবল করে উঠতো বলা হতো না,
না, ঠোঁটের কাছে এসেও বেধে গেছে কাঁটার মতো এক তীব্র যন্ত্রনায়।
ভেবেছিলাম কোন একদিন অবসরে তুষকুড়োর মতো ঝেড়ে ফেলবো।


হয়নি অবসর, অবসাদে কেটে গেছে বেলা হয়তো হবে না কোনদিন,
কালো ময়না ডানা মেলে উড়ে গেলে বটবৃক্ষে পড়ে থাকে ঝরা পালক
কোকিল কাকের চোখ ফাঁকি দিয়ে ফেলে যায় বংশধর মাতৃ হলুদকুসম,
বুকের মাণিক পায় না আদর বড় হয় অমিত্রবুকে উড়াল উড়াল ভাব।


ঝিনুক শুক্তি নিয়ে বুকপকেটে জলজজীবন কাটায় সুখ-দু:খে জলডাঙ্গায়
বাসনা বিলাসি মন কাঁদে দুপুর রাতে আলো নিভে গেলে জগৎ সভায়
কে আর দেখে কাকে? কত বুক ফুঁসে ওঠে অবৈধসঙ্গম কৃত্রিম শান্তনায়
নাভির কাজলদানিতে জ্বলে ওঠে সলতে দাঁতাল পেরেকবিদ্ধ গোলাপকুড়ি।


এসপার ওসপার কিছুই হয়নি, বৈরীমনোভাবে হয়না কোনদিন নিগুঢ় প্রেম,
তুমুল ঝড়ে উড়িয়ে নিলে চৌচালা ভিটেমাটি ভিজে যায় বৃষ্টি ও কুয়াশায়।
==================== ====================
০১ মে ২০১৬, রবিবার