ভালবাসি তোমাকে শুনতে বেশ লাগে যদি হয় ললিত কন্ঠে উচ্চারিত,
আষাঢ়ের মেঘ গুড়গুড় না করলেও যেমন অবিরাম বৃষ্টি ঝরায় তুমুল
তোমার মুখে ভালবাসার আশ্বাস বড় দূর্বল করে দেয় মন স্বপ্ন অবারিত
ব্যাকুল প্রতিক্ষায় সময় গুনি কখন আসবে অভিসারে মন হয় আকুল।


একদিন চলে এসো ভীষন আড্ডা হবে তোমার পছন্দের কোন ছাদের নিচে,
যদি চাও যেতে পারি কোন কুলকুল বয়ে যাওয়া নদীর কুলে খোলা আকাশ-
ফুরফুরে বাতাস শরম ছুঁয়ে দিয়ে উর্দ্ধশ্বাসে পালাবে, ওড়না টেনে নিয়ে তুমি
গলায় পেচাতে পেচাতে বলবে, কি অসভ্য এই বাতাস ঠিক তোমারই মতন!


মুহৃর্ত্বে ডাকাত হয়ে সব তছনচ করে দেয়; বুঝে না যে আগুন জ্বেলে দিয়ে যায়
ও নিভান যায় না, নদী বা সাগরের জলে।কাঁদামটি মন একবার দাগ কাটলে
মিটে না আমরন। স্মৃতির বোঝা বয়ে কাটে জীবন; তবু ভুলা যায় না অতীত।
হাতে হাত রেখে সেই যে বলেছিলে তোমার জন্য সব পারি, এখন কি মনে পড়ে!


কিছুই পারো না তুমি, শুধু নাট্যমঞ্চের মহড়াতে নিজেকে মানিয়ে নিতে ব্যস্ত,
আমি তথাস্ত; সত্য বলতে গিয়ে সব হারাই। মৃত্যুকে টেনে নিয়ে বুকে জড়াই।
==================  ==================
১০ মে ২০১৬, মঙ্গলবার, রাত: ১০:০৯ মিনিট (+৩)