কথা বলবে না!
বলো না, মুখতো কারো ক্রয়সূত্রে দখলকৃত কবলা সম্পত্তি নয়।
এদিকে চাইবে না!
না, চেয়ো না, দৃষ্টিও কারো দলিলকৃত ভোগবাদী সম্পত্তি নয়।


কথা শুনবে না!
শুনো না, কানের উপর কেউ কার্ফিউ জারি করে রাখেনি,
কাছে আসবে না!
এসো না, পায়ের উপর কারো বিশেষ অধিকার অর্পিত নয়।


মনটা তোমার,
মনের ইচ্ছে মাফিক যা খুশী করে যাও যদি শান্তি পাও ভাল,
শান্তির জন্যেই
অশান্তি দূর করার প্রয়াসে সবাই রাতদিন পরিশ্রম করে যাচ্ছে।


না, কেউ হাতে পায়ে পড়েনি আসতেই হবে এমন কিছু অনুরোধে,
কথা বলতেই হবে এমন আহ্লাদী বায়না ও করেনি কেউ কখনও।
================== =======
১৮ মে ২০১৬, বুধবার