চিবুকের তিল ছুঁয়ে চুঁয়ে পড়ে নীরবতা,
জানো কি ঠোঁট পেতে রাখি বুকফাটা তৃষ্ণায় সকাল দুপুর,
হিজলের ছায়ায় বসে কেঁপে ওঠে অন্তর,
মধ্যদুপুর বয়ে যায় হিস হিস লু হাওয়ায় আর বল কতদূর?


ওড়নার আঁচলে মেখেছিলে সুগন্ধি,
যদি পথ হারাই যাতে খুঁজে পাই পায়ের আলতা ছাপ,
বাতাসের কাছে খবর আছে শুনি,
দখিন দুয়ারে কান পাতি; তুমি হেঁটে গেলে সুবাস আসে।


রোদের ঝিলিক ছুঁয়ে যায় নাকফুল,
কানের দুলে দ্যুতি ঠিকরে এসে লাগে চোখে, পাই ফিরে।
বুকের মধ্যে যে মুখ জলছাপ হয়েছে
সেই কবে থেকে, মেঘে ও বাদলে যায়নি মুছে সে আদল।


হৃদয়ের হাড়ি কলস উপুড় করে কবেই দিয়েছি সব ঢেলে,
যতটুকু ছিল প্রেম, ভালবাসা, ভাললাগা ও পদ্ম করতলে।
============ ==============
২৩ মে ২০১৬, সোমবার