সবার মতো বুকের মধ্যে যন্ত্রনা বয়ে বয়ে ,
সময় কেটে যায় অমসৃনতায়!
তবুও মুখে ফুটাতে চাই ফুল
ভুল জেনেও অহঙ্কারী মন অভিনয়ে ব্যস্ত।


একদিন এসব থাকবে না, চন্দন কাঠ ঘি
সব বিভেদ দূর করে দেখ,
কালো থেকে সাদা ভষ্ম-
বানিয়ে বুঝিয়ে দেবে এ জগত দম্ভের নয়।


চাঁদুমুখী’র কপালে চাঁদটিপের সোহাগী জোছনায়
যদি পথ দেখে চলতে চাই
সেও কি ভীষন রকম ভুল!
ধুত ছাই! আর ভাল্লাগে না এসব উঁইপোকার ঢিবি।


না, এবার ভেঙ্গে দেব সব! গুড়িয়ে দেব জাত-পাত
বিশ্বাস করো অনুমতি পেলে ধরবো তোমার হাত।
================ ====
২৬ মে ২০১৬, বৃহস্পতিবার