যদি বলি ভাল নেই,
মিথ্যে হবে সে কথা; রঙ্গমঞ্চের এই নাটকীয়তা
শেষ হবে না কোনদিন; স্রোতের মত বয়ে যাবে
সভ্যতার বিপরীতে উজানের জল।


ভাল নেই সত্যি বন্ধু,
বলতে পারি না, সামাজিক শিক্ষা এমন জন্ম থেকে
এখানে  মিথ্যা বলা যায়,  অথচ বাল্যকালের শিক্ষা
‘সদা সত্য কথা বলিও’


ব্যক্তিগত ত্রুটি-বিচ্যুতিগুলো
নিজেই শুধরে নেওয়া সম্ভব, নিজেকে বুঝতে জানলে
মনের প্রাধাণ্য দিয়ে যাপিত জীবন ছোট বেলা থেকে
দু:খটা তাই বেশী পাই।


চাঁদের জ্যোৎস্নায় কষ্টের সুতা বেঁধে,
স্বপ্নের বাতাসে উড়াই জীবনের ঘুড়ি।
===================
০৩ জুন ২০১৬, শুক্রবার