কি করি আর,
ফুসরৎ নেই কোন; এপিট ওপিট দুটোই কালসিটে!
আঘাত গুলো নজরে আসেনি কারো; দেখেনি কেউ
যায় না দেখান।


ভুক্তভোগী জানে,
জীবনের মানে, তিল তিল ঘামে ও রক্তে গড়ে নেয়
একটু স্বপ্নসুধা; অমানবিকতা সেখানে করে দংশন।
ভূলুন্ঠিত যৌবন।


এসব গোপনীয়,
কেউ বলে না, স্বীকার করে না প্রকাশ্যে তার দূর্বলতা
অথচ দেখ ভোরের বালিশে মেখে থাকে বুকফাটা রক্ত
অশ্রুর সিক্ততা।


কাকে বলবে বল, সবাই দেখি দু’মুখো ভিতর বাহিরে
প্রত্যেকেরই আছে দুইরুপ। বিশ্বাস অবিশ্বাসে সংঘাত।
========== ============
০৫ জুন ২০১৬, রবিবার