কী ভীষন রকম দুর্দিন আজ কবিতার পথে ঘাটে হাট বাজার বন্দরে,
পণ্যরূপে ক্রয়-বিক্রয়, ভেজালে মিশালে কৃত্রিমতা কবিতার অন্দরে।


আজকাল কবিতাও চুরি হয়; চোরগুলো সভ্য সমাজের তথাকথিত
ভদ্রবেশী হাসি-খুশী সম্ভ্রান্ত পরিবারের চৌকষ শ্রীমান-শ্রীমতি খ্যাত।


কোনদিন শুনিনি চোর চুরি করে বড় বিত্তবান হয়, বৃদ্ধি পায় সঞ্চয়।
কবিতা চুরি করে কি কবি বনে যায় ওরা! আত্মবঞ্চিত হয় নিশ্চয়।
==========  ===============
১১ জুন ২০১৬, শনিবার