না, বলছি তো মোগল সাম্রাজ্যের কোন ঐতিহ্যবাহি চোর নয়
আকবর বাদশা’র আমলের কোন আরব্য দস্যুও নয়,
নবাব সিরাজউদ্দৌলা’র শাষনামলের মীরজাফর নয়
একেবারে অত্যাধুনিক ডিজিটাল যুগের সন্দেহাতীত সভ্যচোর।


ভাজা মাছ উল্টে খেতে বেশ কষ্ট তাদের, ন্যাকামীতে পাকামী,
চাকের মধু গলে পড়ে ঠোঁটের কোনায় সময় অসময়,
বড় বেশী দরদীভাব নির্দয় মন মানসিকতায় সর্বক্ষন
মনের খেয়ালী ভাব খাতার পাতায় মনলোভা অক্ষরবিন্যাসে।


এর ওর কবিতা পড়ে দু’চার লাইন কেটে ছেটে নিজের বলে দাবী,
বাহ! রে কবি! হাততালি চমৎকারিত্বে।কবি বটে সে!
বেহায়া বেলেল্লা না হলে এমন কি করে করতে পারে!
স্বার্থের পেয়ালায় নাকি শরীরেরও স্বাদ মিলে কোন নিঝুম সন্ধ্যায়।


চুরি করে কবি! কি জানি আজকাল জনে জনে সনদ ও উত্তরীয় বিলায়,
সন্ধ্যের সাথীকে ভোররাতে কবি বানায় তন্ত্রমন্ত্র ঢেলে নিষিদ্ধ উষ্ণতায়।
=============== ==========
১১ জুন ২০১৬, শনিবার