বহলুল পাগলের বেহেশতের টিকিট যারা কিনেছিল
তাদের পরিণতি জানা যায় নি-
কারন শেষ দিন বলতে যা বুঝান হয়েছে; এখনও বাকি
ওর কোন নিশ্চয়তা কেউ দিতে পারে না বলেই জানি।


এখন চাপাতি আর ক্ষুরধার ছোরার আঘাতে প্রাণ কেড়ে,
রক্তে লিখে দেয় বেহেশতের ঠিকানা-
অথর্ব এসব জন্তুজানোয়ারের দীক্ষায় সন্দেহাতীত এটাই
প্রতীয়মান হয়, এরা মানুষ নামের পশুত্বের দাসত্বে অন্ধ।


শান্তির প্রতিক ধর্ম-বর্ণ বিভেদের ছুঁতো ধরে গনহত্যায়
যারা ধর্মপ্রতিষ্ঠার কথা ভাবে-
ধর্মগুরু বা সাধুজন তাদের কোন তালিকায় রাখবেন
তা জানলেও, সারাধন মানুষ তা বিশ্বাস করবে না।


স্বর্গ-নরক বা বেহেশতের ঠিকানা মানুষের বুকেই
মন্দির মসজিদে স্রষ্টা থাকেন না; মানুষের অন্তরেই।
================= =======
০৩ জুলাই ২০১৬, রবিবার