ভালবাসাকে কেউ বিড়ম্বনা মনে করলে
ও ব্যক্ত না করাই শ্রেয়। অমূল্য ধন যেঁচে বা চেয়ে চিন্তে পাওয়া যায় না,
অন্তর থেকে উৎসারিত হয়; সবাই বুঝে না।
অহঙ্কার আর গর্ব অন্ধ করে রাখে তাদের স্বাভাবিক মন মানসিকতাকে।


ঈশ্বরের দানকে যারা দু’পায়ে মাড়ায়,
তাদের ভাগ্যে প্রেম জুটে না, যাচাই বাছাই করে যা পায় তা চিটা ধান,
ভালবাসা তৈরী করা যায় না অন্তরে,
ও জন্মায়; অঙ্কুরিত হয় সবুজ মনের শ্যমলিমায়  য়ৌবনের সন্ধিক্ষণে।


বেড়ে ওঠা ভাল লাগার ভ্রূণ একদিন
পূর্নতা পায় প্রনয় আত্মপ্রকাশে। কেউ চিনে কেউ চিনে না, অর্থ, জাতকুলে
কেনাবেচা করতে চায় প্রকাশ্য নিলামে
দূর্ভাগ্য, হাত থেকে পড়ে যায় ডিমের হলুদ মেঠোপথে মিশে যায় ধুলোবালিতে।


বেণীতে লাল ফিতে জড়াব বলে যাকে বুকে টেনে সোহাগী বিন্যাস বারোমাস,
ভুলের বারোয়ারী বাতাস তার উড়িয়ে নেয় বুকের ওড়না বুনিয়াদি বিশ্বাস।
=====  ===============
১৭ জুলাই ২০১৬, রবিবার