কাঁদতে ভুলে গেছি,
কোদালে কেটে ফালা ফালা করে দিচ্ছে বুক কষ্টের নিষ্ঠুরহাত
কপালে রক্ত ঝরে,
দর দর করে ঘামের বদলে গা বেয়ে ঝরছে নোনাস্বাদখুন তবু।


আবার কাঁদব বলে
ভাবিনি কখনও! পাজরকাঁপা ডুকরে ওঠা দুঃখের ঢেউ আজ
নতুন করে কাঁদায়,
কপোলপদ্ম গলে যায় বজ্রনিদাঘ ক্ষিপ্রবিরহী আঘাতে রাতদিন।


তারাগুলো স্থির আকাশে,
নক্ষত্র কেঁপে কেঁপে সহানুভুতির রোশনাই ঢেলে দেয় শান্তনাকাপে।
সুস্থির বিশ্বাসে চুমুক
নাভি বেয়ে উঠে আসে নি:শ্বাসে বুকপোড়া গন্ধে দৃশ্যত দীর্ঘ্যশ্বাস।


কান্না তবু হয় না এখন শান্তির মন্বন্তরে সোনার হরিণ দুরাশামাত্র,
বার বার কেন তবু মন ডুকরে ওঠে খেয়ালীবিশ্বাসে হই প্রতারিত।
============= ==============
২৮ জুলাই ২০১৬, বৃহস্পতিবার