না বলে-ই তো চলে যেতে হবে
না বলে-ই চলে যাবো,
একলা শয়নে নিশার স্বপনে ওই নয়নে
স্মৃতির অশ্রুকণা হবো।।


কোকিল ডেকে যায় ফাল্গুন বেলায়
প্রজাপতি চুমে পুষ্পকুঁড়ি,
কে আর কারে মনে রাখে দু’দিন পরে
জবাব কোথায় পাবো।।


কেউ জানে না কেউ বুঝে না
প্রেম কেমনে আসে যায়,
বিরহ অনলে একলা নিরালে জানি
পুড়ে পুড়ে ক্ষয় হবো।।


ডাকবো না পিছু বলার তো নেই কিছু
সুখ-দুঃখ সে ললাটের লেখা,
ভেবো না কখনো নতজাুন হয়ে এসে
কাহারও সম্মুখে দাঁড়াবো।।
======= ==========
২৬ আগষ্ট ২০১৬, শুক্রবার
Unauthorized use or reproduction for any reason is prohibited