বিদ্রোহী কবি প্রেমের কবি সাহিত্যের শিরোমণি কাজী নজরুল ইসলাম’র ৪০ তম প্রয়ান দিবসে তার বিদেহী আত্মার শান্তি কামনায় তার স্মরণে আমার এই শ্রদ্ধাঞ্জলী
================  


বাঁজালে মোহন বাঁশি               একেলা ভবে আসি
কাঁধে কষ্টভরা সংসার।
সারা জীবন করলে সাধন         উড়াতে বিজয় কেতন
ভে্ঙ্গেচুরে কুসংস্কার।


পেলে কি তাতে কবি              আশীর্বাদ দিলেন ‘রবি’
তুমি হলে বিদ্রোহী।
প্রেমের কবি কেউ বলে           গানে সে ভাবনা চলে
কাব্যচূড়ায় আরোহী।


দুখু মিয়া ডাক নামে              চিনতো সবাই গাও-গ্রামে
লেটো’তে গাইতে গান।
বাঁজাতে বাশের বাঁশি             মুখে ছিল চিকন হাসি
নজরে কাড়তে প্রাণ।


জানতো রাবেয়া, নার্গিস         মন আনচান নিশপিস
বাধলে মধুর প্রেমে,
সব-ই তো স্মৃতি এখন          সবাই যে করে স্মরণ
বাঁধিয়ে কাঠের ফ্রেমে।


বল বীর ডাক দিয়ে           কাঁপালে ইংরেজ হিয়ে
দিলো যে জেলে পুরে,
মা বিরজা সুন্দরী             কাঁদে দিন-রাত ভরি
আশা লতা অন্তঃপুরে।


পেটে ক্ষুধা নাই                 চোখে নিদ নাই
ভয়াল সে দুঃশাসন।
ভাঙ্গাতে অনশন               চিন্তিত আপনজন
চুমিলে মায়ের চরণ।


কঠিন ব্যমোর আক্রমনে      জবান বন্ধ; খুশী শত্রুগণে
রইলে পড়ে বিছানায়,
সকলে দেখতে আসে            যারা অন্তরে ভালবাসে
বুক ভাঙ্গে বেদনায়।


অশ্রুসজল চোখে             যায় একনজর দেখে
কেউবা বসে পাশে,
কেমনে ভুলবে তারা         কবি যে হৃদয়হরা
প্রাণ দিয়ে ভালবাসে।


এলে বাংলাদেশে             জাতীয় কবির বেশে
খুশী হয় বাঙ্গালীপ্রান,
ক্ষণজন্মা সে প্রান           করেছে তোমায় সম্মান
শেখ মুজিবুর রহমান।


ঘুমিয়ে আছো দেশে        মসজিদের পাশে
যেমন ছিল আশা,
প্রতিটি বাঙ্গালী প্রাণে      রবে চিরসম্মানে
কবির জন্য ভালবাসা।


জানাই শ্রদ্ধা চরণে        অমর তুমি মরণে
সাহিত্যের শিরোমনি।
বাঙ্গালীর মনে প্রানে      রবে কবিতায় গানে
শুনাবে বিদ্রোহী ধ্বনি।


প্রেমের কবি তুমি         ওই চরণ চুমি
স্মরন করি ক্ষণেক্ষণে,
সাহিত্যে তোমার দান     করেছে চির মহান
রয়েছ বাঙ্গালী হৃদয়গহনে।
============  ==============
২৭ আগষ্ট ২০১৬, শনিবার, রাত: ০৮:৫৩ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited