ঘুমাও পরী ঘুমাও তুমি
রাত্রি অনেক হলো,
সুখের স্বপ্ন হোক সফল
অন্য সময় বলো।।


জানি বুকে অনেক কথা
বলেও, হয় না বলা-
সে সব চেপে হাসিমুখে
জীবনের পথ চলো।।


রাঙ্গা হাসির আড়ালে রয়
দু:খ-কষ্টের দানা।
সৌজন্যতায় কষ্ট গুলো
অন্য মাত্রা পেলো।।


মনের কথা বুকের বনে
ফোটায় ব্যথার ফুল,
এ জীবনের সকলই ভুল
অশ্রু হয়ে গেলো।।
=============
২৯ আগষ্ট ২০১৬, সোমবার, রাত: ০৯:১১ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited