সবইতো স্মৃতি, শুধু স্মৃতি আর স্মৃতি,
কোথায় প্রীতি পরাণ কাদা,
বসন্ত এসেই দেয় আগাম ঝড়ের খবর
দুরু দুরু বুক কাঁপে সর্বদা।


তোমাকে দেখেছি ভেবেছি কত কথা
সবই তো রয়েছে অন্তরে জমা,
কেন যে হয় না বলা তাও তো বুঝি না
কি যে সৃষ্টির অপার মহিমা।


এতো ভাবনা এত জল্পনা কল্পনা সব
ওই চোখে চোখ পড়লেই সহসা,
বেমালুম ভুলে যাওয়া, শুধু ভাল লাগা
বাড়ে মনে নিরবধি প্রত্যাশা।


যত ব্যথা ভুলে যেতে চাই হয় না সে ভুলা,
এ যেন কেবলই মনের বনে বাসিফুল তোলা।
============= =====
০২ অক্টোবর ২০১৬, রবিবার, সকাল: ০৭:০০ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited