সতের বছর পরে
সেদিন দেখা; সেই পুরনো পায়ের ছাপ লেগে থাকা
স্মৃতিমাখা চত্বরে-
নতুন বসন্তে হাঁটাহাটি ছিল বেসুমার দশ নম্বরে।


ঠিক সেই চাহনি,
মুচকি হাসি, ঠোঁট কামড়ে কথা বলা আগের মত
এতটুকু বদলায় নি
প্রতিকুল সময় বয়ে গেছে স্রোতের ধারায় অনবরত।


আপনিও বদলান নি
ছোট্ট করে সেই মিষ্টি সুর, তেমনই চোখ টিপে বলা,
পলকহীন দেখেছি চেয়ে
সেইতো বর্ষার ময়ূরী পেখম মেলে নৃত্যরতা আনন্দময়ী।


স্মৃতিগুলো বুকে চেপে ফিরে আসা সময়ের উড়ন্ত ডানায়,
একদিন সময় করে কথা হবে; জমে থাকা বুকের ভিতর।
================ ==========
০৯ অক্টোবর ২০১৬, রবিবার, সন্ধ্যা: ০৬ঃ২৪ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibiteds prohibited