(যে তুমি অহঙ্কারের দোলায় দুলে, অতীত গিয়েছ ভুলে)


দু’মুঠো ঝালমুড়ি মাখা, কাঁসুন্দিতে একটু টকমিষ্টি আনারস মাখা
কিম্বা হতে পারে একটু আমড়া বা পেয়ারা,
খেলামই না হয় ওই রাস্তার পাশে দাঁড়িয়ে;
কি হবে এমন তাতে? তুমি ভ্রু কুচকাও কেন অহেতুক অভিমানে।


কলেজের ক্লাশ ফাঁকি দিয়ে যখন ফুচকা খেতে, চটপটি কাড়াকাড়ি,
নানান রকম ভর্তা দিয়ে ফুটপাতে দাঁড়িয়ে
পিঠা খেতে, বাদাম টিপতে, চানাচুর খেতে,
কিছুতো বলি নি। ওসব হয়েই থাকে বয়সকালে জগৎ যখন রঙ্গিন।


ওদের পাশাপাশি দাঁড়াতে বারন! কেন বলতো? ওরা কি মানুষ নয়!
সখ করে তো নয়, পেটের দায়, প্রতারিত
হয়ে ডুবেছে অন্ধকারে; আলো পায় নি,
কেউ হাত ধরে দেখায় নি প্রভাময় পথ; একটু পিছন ফিরে দেখ চেয়ে।


অগনিত অতীত স্মৃতি চোখে ভাসবে, মেসে বা হলে থাকার সময় কি করেছ,
নিজের সখ পূরন করতে রাতের পর রাত কত বিছানা বদল করেছ ইচ্ছেখুশী।
==============  =============
২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার, রাত: ০৮:৩৫ মিনিট, (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited