(দেখতে চেয়ে  দাও না দেখা মেঘের ডানায় লালপরী)


কি যে বুঝলে!
তা আজও বুঝা হয়ে উঠল না; বুঝতে পারলাম না সত্যি
চিনিদানা হাসি রাঙ্গা ঠোঁটে, কি বুঝাতে চায় অহর্নিশ-
লাজুক দৃষ্টি জুড়ে মনের গোপন কথার আসমানী ধ্রুপদী।


বলেছিলাম তো একদিন,
কিছু একটা করো, জানোতো বন্ধু সবতো বলা যায় না
মুখ ফুটে সবার কাছে। বিশ্বাস করাও কঠিন কলিকালে।
শুধু তোমার কাছেই পেরেছি নির্লজ্জ নিজেকে মেলে ধরতে।


আচ্ছা মাথায় থাকল,
দেখব কি করতে পারি; আর কখনও জিজ্ঞেস করা হয়নি
কি দেখেছ বা কি দেখনি। বিশ্বাসের সুতোয় শক্ত গেরো,
বুকের মধ্যে ওই চাঁদমুখের জলছবি দিনরাত ভেসে ওঠে ।


জোছনা ধোয়া হাসি চোখের সামনে সাদা মেঘ ডানা মেলে
চাঁদের সাম্পানে তুমি স্বপ্নপরী হৃদয়ের বাতায়ন খুলে্ একাকী।
================ ======
০৮ নভেম্বর ২০১৬,মঙ্গলবার, রাত: ০৮:৪০ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited