একদিন ভালবাসবে বলে দীর্ঘ্যদিন
কত জল্পনা কল্পনা; রাত জেগে জেগে সপ্নিল আলাপ আলোচনা,
মন ছিল না স্থির তোমার এতটুকু
মা-বাবা ভীষন চিন্তিত হয়ে পড়েছিলেন আকস্মিক পরিবর্তনে।


চোখের নিচে বেশ কালি পড়েছিল
খাবারে অরুচি, পড়াশুনায় খুব অমনোযোগি ভার ভার মুখ
একটু হেয়ালীপনায় পেয়ে বসেছিল
মনে নতুন প্রেম জাগলে যা হয় কৈশোর পেরুন নবীনা বয়সে।


স্বপ্নগুলো চোখের পাতায় চিকমিক
দেখা হলেই মুচকী হাসি, ডাগর চোখে চেয়ে থাক নিষ্পলক,
মুখে তবু তা হয়নি বলা কোনদিন
ইচ্ছেগুলো রইল গোপন বুকের মধ্যে প্রকাশ করা আর হল না।


এখন যখন গভীর রাতে ঘুম আসে না প্রেমপ্রদীপ পুড়ে বুকের মধ্যে,
মনে পড়ে পাওনি যারে অথচ সে ছিল তোমার অষ্টপ্রহর সঙ্গী হয়ে।
=========== =============
২৯ নভেম্বর ২০১৬, মঙ্গলবার, সকাল: ০০:১৭ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited