এইত সেদিন দুই জন্মের মীমাংসা হয়ে গেল,
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে খোলা ময়দানে-
অনেকেই শুনেছে, দেখেছে, বুঝেছেও সব।

এ জন্মে যা কিছু ছিল দৈব কপালের লেখা,
ঘটে যাচ্ছে একের পর এক যোগ বিয়োগ গুন ভাগ নিয়মমাফিক-
এখন একাকী জীবন এক বিরান উঠোনে।

পরজন্মের ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে,
যেমন করেই হোক সে জন্ম নিতে চায় আপন হয়ে প্রেমের অঙ্গিকারে-
এ জন্মের অপূর্ণতা পূর্ণ করে দিতে পরজন্মে।

আজও কি ঈশ্বর স্বমহিমায় হেসে কুটি কুটি!
মানুষের প্রতিজ্ঞা, প্রতিক্ষা তুচ্ছ করে নিজের সিদ্ধান্তে বিজয়ী একাই -
বিপরীত সমাধানে ক্ষমতার কুক্ষিগত প্রকাশ!

হোক, তবু বার বার জন্ম নিতে চাই যতোদিন এ বুকের সবটুকু ভালোবাসা,
উজাড় করে দিবার আন্তরিক বাসনা তিলমাত্র অপূর্ণ থেকে যাবে ভূবনে।
-------------- -------------- --------------
১৭/১১/২০১৯, রবিবার, বিকালঃ০৫ঃ০২ মিনিট,  (+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited.