বগির পরে বগি জুইড়া বানাইলা,
কেমন বন্ধুত্বের বাহারী রঙিলা এই রেলগাড়ী,
ইস্টিশনে বইসা বইসা রাত কাটে,
তবু গাড়ী ক্যান পৌঁছায় না সুজন বন্ধুর বাড়ী!


ঝিকঝিক ঝিকঝিক দৌড়ায় গাড়ী,
গাছপালা ঘরবাড়ী চাঁদ-তারা পথতো ফুরায় না,
দেহডা বইয়া বেড়াই মণতো পইড়া থাকে,
পরাণের মানুষের কাছে তাতো কেউ বুঝে না।


কালা কালা নিঃশ্বাস ছাইড়া দৌড়ায়,
এ কেমন রেলগাড়ী চেনে না পরাণ বন্ধুর বাড়ী!
বেলাতো ফুরাইয়া গেল নামবে আন্ধার,
কে চিনবে কারে? আলোতেই চেনে না আপনজন।


থাক পড়ে রেলগাড়ী মন আছে মনের মানুষের বাড়ী,
ওইখানে ফন্দিফিকির চলে না, সে চলে তার ইচ্ছায়।
----------------- -------------------
১০ই ডিসেম্ববর ২০২০, ২৫শে অগ্রহায়ণ ১৪২৭, ২৩শে রবিউস সানি ১৪৪২, বৃহস্পতিবার, বিকাল:০২:১৭ মিনিট, (+৬),
Unauthorized use or reproduction for any reaasin is prohibited.