কামরাঙ্গার রেখার মতো পিঠের উপর দাসত্ব ক্ষত,
দেখো কেমন চকচক করছে শোষনের জঘন্য প্রবৃত্তি।
দলদাসে প্রবৃত্ত মেধা শূণ্য স্বঘোষিত দলের মধ্যমণি,
শোষণে শাসনে বেণিয়া বৈশিষ্ট তাজা রক্তে লালিত।

দু'শ বছরের দাসত্বে রক্তে রোপিত মীর জাফর বীজ,
ধীরে ধীরে অঙ্কুরিত হয় সময় ও সুযোগের ব্যবহারে।
নৈতিকতা ধুয়ে যায় স্বার্থবাদী স্বপ্ন সাফল্য বাসনায়,
মানবতা ঢেকে যায় আধুনিকতার কালো আলখেল্লায়

দশের দাসীর গর্ভে বুদ্ধিজীবির উদগীরিত কামাগ্নি!
বেড়ে ওঠে বিষ পোকা, সমাজের, জাতির ভবিষ্যৎ,
সুখ খোঁজে অসুখে জরাজীর্ণ অসুস্থজন লক্ষণরেখায়

বাতাবীলেবুর বোঁটায় বৃষ্টিফোঁটা, সদ্যজাতের বুকে তৃষ্ণা,
চামড়ায় নুন জমে, ঘামেগন্ধে একাকার শরীর বিছানা বালিশ।
অনাহারী গর্ভে নতুন ভ্রূণ, অস্থিসার ষাঁড়ের মাকাল হুঙ্কার!
==========
১৪ নভেম্বর ২০১৮, বুধবার, সকালঃ ০৬ঃ২১ মিনিট, [+৬)
Unauthorized use or reproduction for any reason is prohibited