এইখানে এই সিঁড়িতে পড়েছিল শুকনো বকুলের সুবাসিত পাপড়ি
আমরা আসার আগে, যখন কেউ আসেনি
আবার চলে যাওয়ারও পরে, যখন কেউ থাকেনি
ঘ্রাণ ছড়াচ্ছিল সে হৃদয় উজার করে অকাতরে, যেমন আমরাও
মনের আনন্দে অবলীলায় করেছি কতো মনের আদান-প্রদান।


এইখানে পড়েছিল তাজা বেলীর মালা, কারো খোঁপা থেকে
খুলে রেখে - ভুলে গেছে হয়তবা নিয়ে যেতে যাবার বেলায়।


একটু সময় করে এখানে অসাা-যাওয়া কতো কপোত-কপোতীর
ব্যস্ত সময়টুকু বুকের কাঁপুনিতে পার করা
তারপর টুকরো টুকরো স্মৃতি চেতনায় বয়ে
ঘরে ফেরা সন্ধ্যার আগে; কারো কারো দুপুর রাতে মুক্তমণাগৃহে।
সিঁড়ি শুধু পড়ে থাকে আলো অন্ধকারে কুকুর বিড়ালের ঘুম নিয়ে।


কতো পায়ের ধুলিকণা বুকে নিয়ে এই সিঁড়ি পড়ে থাকে ইতিহাস হয়ে,
কতোটুকু কারইবা মনে থাকে একদিন এই সিঁড়ি ছিল প্রিয় মিলনস্থান।
------------------ ০ ----------------
২১ সেপ্টেম্বর ২০২২, ৬ আশ্বিন ১৪২৯, ২৪ সফর ১৪৪৩, বুধবার, সন্ধ্যা: ০৭:০১, কাব্যকুঞ্জ, (স্বত্ত্ব সংরক্ষিত)