তণু! মিতু!! আফসানা!!! আর কতো নিপীড়ন বলতে পারো???
পুনরাবৃত্তি একই অপকর্মের; ধর্ষণ, খুন! শেষ কোথায় এর!
স্বাধীন ভূখন্ডে মানুষের জীবনের নিরাপত্তার বিধান নিশ্চিত
রাষ্ট্রীয় দায়িত্বের অন্তর্ভুক্ত; রাষ্ট্র কি চায় তাহলে এ বিষয়ে?


তালে গোলে বুক খালি হোক, চোখে জল ঝরুক বারোমাস-
যাদের লজ্জার রঙে লাল হলো বাংলার স্বাধীনতার পতাকা ,
এ কোন সবুজ শ্যামলে বসত গড়া, যার ভূখন্ড জুড়ে দেখি
দূর্বার দুর্নীতি, অবিচার, অত্যাচার, ধর্ষন আর খুনের মহড়া।


জীবন জলের দামে মূল্যায়িত; যেখানে সেখানে পড়ে আছে লাশ।
ফোটেনি যে গোলাপ তাকে ঝরে যেতে হয় নীরবে, লাঞ্ছনা অপমানে,
শিক্ষাঙ্গন কি যৌনতার আখড়া? শরীর দিতে না চাইলেই মেয়েদের
আততায়ী হত্যা! পোষ্ট-মর্টেমে খুনের কারন নিশ্চিত করতে ব্যর্থতা।


শুরুতেই বিচ্ছিন্ন ঘটনা বলে ক্রমান্বয়ে এসব এড়িয়ে যেতে থাকলে
একদিন অবিচ্ছিন্ন যন্ত্রনা হবে ষোল কোটি জনতার বুকের পাঁজরে।।
===========  ============
১৮ আগষ্ট ২০১৬, বৃহস্পতিবার, সকাল: ১০:৫৪ মিনিট (+৩)
Unauthorized use or reproduction for any reason is prohibited